বাংলাদেশ পৃথিবীর একটি দুর্যোগপ্রবণ দেশ। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন সারা বিশ্ব একটি বহুল আলোচিত বিষয়। গ্রীন হাউজ গ্যাস নি:সরণ ও ভূ-পৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির প্রভাবে জলবায়ুতে পরিবর্তন হচ্ছে। ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুযোগ এদেশে একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। জলবায়ু পরিবর্তনের কারণে সামগ্রিক জনজীবনে প্রাকৃতিক দুযোগ যেমন: বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলাবদ্ধতা, নদী ভাঙ্গন, টর্নেডো, বজ্রপাত, ভুমিধস, লবনাক্ততা ইত্যাদি প্রায়ই দেখা দেয়। পরিবেশ, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত পরিসংখ্যানিক তথ্য-উপাত্ত সংগ্রহের লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান শক্তিশালীকরণ (ইসিডিএস) প্রকল্প’ এর আওতায় খানাভিত্তিক (Household Based) ‘বাংলাদেশ ডিজাস্টার রিলেটেড স্ট্যাটিসটিক্যাল সার্ভে ২০২০: ক্লাইমেট চেঞ্জ এন্ড ন্যাচারাল ডিজাস্টার পারসপেকটিভস’ শীর্ষক জরিপ পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে। এই জরিপের মূল উদ্দেশ্য হচ্ছে:
ক) তৃণমূল পর্যায়ে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগপ্রবণ (Disaster Prone) এলাকা হালনাগাদকরণ;
খ) দুর্যোগপ্রবণ এলাকার দুর্গত/ক্ষতিগ্রস্থ খানার আর্থ-সামাজিক (Socio-economic) বৈশিষ্ট্য নিরূপণ;
গ) প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত কৃষি খাতের উৎপাদনের (Production) ক্ষয়-ক্ষতির হিসাব নিরূপণ;
ঘ) দুর্যোগপ্রবণ এলাকার ব্যবহৃত ভূমির (Land use) ক্ষয়-ক্ষতির তথ্য-উপাত্ত সংগ্রহ;
ঙ) দুর্গত এলাকার ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান, স্থাপনা, গাছপালা, বসত-বাড়ি প্রভৃতির ক্ষয়-ক্ষতির (Loss & Damage) হিসাব নিরূপণ;
চ) দুর্যোগপ্রবণ এলাকার মানুষের স্বাস্থ্য ও স্যানিটেশনের তথ্য-উপাত্ত সংগ্রহ;
ছ) দুর্গত এলাকার আক্রান্ত অসাহায়, নারী, বয়স্ক ব্যক্তি, শিশু ও প্রতিবন্ধীদের বিপদাপন্নতা (Vulnerability) নিরূপন; এবং
জ) পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপবনা বিষয়ে জন সচেতনতা চিহ্নিতকরণে তথ্য-উপাত্ত সংগ্রহ।
জলবায়ু পরিবর্তনজনিত কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ জনবসতি মৌজা/মহল্লার তালিকা হালনাগাদকরণের কাজ আগামী ০১-২০ ডিসেম্বর ২০১৯ খ্রি. তারিখ পর্যন্ত চলবে। উল্লেখিত কাজে উপজেলা পরিসংখ্যান অফিসের সকল কর্মকর্তা/কর্মচারীগণ নিয়োজিত থাকবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস