Wellcome to National Portal


মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মানচিত্রে চৌদ্দগ্রাম

                                                                

চৌদ্দগ্রাম উপজেলার মানচিত্র লক্ষ্য করলে দেখা যায় যে এর দক্ষিণে ফেনী জেলা উত্তর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিম নাঙ্গলকোট এবং লাকসামের কিছু অংশ আগরতলার মহারাজা রাজা বিরেন্দ্র বিক্রম কিশোর মানিক বাহাদুরের খুবই প্রিয় ছিল এই চৌদ্দগ্রাম এলাকা। এই অঞ্চল থেকে রাজার খাজাঞ্চি খানায় প্রচুর রাজস্ব জমা হতো। উদার রাজা এই অঞ্চলে অনেক জনহিতকর কাজও করেছেন। চৌদ্দগ্রামের বড় বড় জলাশয় ও দিঘীগুলো তার পরিচয় বহন করে। তৎকালীন সময়ে খাজনা আদায়ের সুবিধার জন্য বিভিন্ন ভৌগোলিক অঞ্চলগুলোকে পরগণা বলে অভিহিত করা হত। চৌদ্দগ্রামেও একটি পরগণার সদর দপ্তর ছিল। এই পরগণাটি চৌদ্দটি গ্রাম নিয়ে প্রতিষ্ঠিত ছিল বলে এর নামকরণ হয় চৌদ্দগ্রাম। পরবর্তীতে যখন ১৯০৫ সালে থানা প্রতিষ্ঠিত হয় তখন কেন্দ্রের নাম অনুসারে পুরো থানার নামকরণ করা হয় চৌদ্দগ্রাম।